আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে চলেছি,যে
সময়টা বাংলা সাহিত্যের একটি ডিজিটাল-যুগ বললে আত্তুক্তি হয় না।সাহিত্যের ডিজিটাল-পর্বে
আমরা যারা নবীন- প্রবীণ থেকে বয়োজ্যেষ্ঠ প্রতিনিয়ত লেখালেখি করে যাচ্ছি, বিভিন্ন
স্যোশাল সাইটে এবং তাও হারিয়ে যাচ্ছে প্রতিদিনই কালের নিয়ম মাফিক।তাই একটি সাহিত্যের জন্যই নিবেদিত ডিজিটাল প্লাটফর্ম-এই বংeZIN
পত্রিকা । এবং এখানে সম্পাদক মণ্ডলী উপযুক্ত লেখকদের সুযোগ দিতেই বদ্ধ-পরিকর।
-সম্পাদক

