কাব্যগ্রন্থ ।। গৌরদাসের আখড়ার বোষ্টমি।। পলাশ পোড়েল ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK ছবি লিঙ্কে ক্লিক করুন ➧ কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি । পলাশ পোড়েল বোষ্টমির প্রেম –সাধনা- আগুন রূপের- নিত্য পুড়ে যাওয়া –কাব্য রূপে কবিতার ছন্দে ফুটে ওঠে - কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি –তে। কৃষ্ণপ্রেমের সুর বোষ্টমির হাতের একতারা হয়ে- এক নৈস্বর্গীক প্রেম চেতনার অনুরননে পাঠক হৃদয়কে তৃপ্ত করে । অনন্য অনুভুতির কবিতা- সুরে জেগে থাকার কবিতা –সাধনাকে জীবন করে বেঁচে থাকার গল্প বলে- গৌরদাসের আখড়ার বোষ্টমি কাব্যগ্রন্থ। কবির প্রকাশ আঙ্গিকের ছন্দে- ভালোলাগা আর ভালোবাসা - সকলের মনে অনুরণন তোলে।
একটি ওয়েব ম্যাগাজিন ও প্রকাশনী