"একটা
বড় দা সে বাসনকোসনের মতো করে রান্নাঘরের তাকে সাজিয়ে রাখে। সেটা হাতে নিলে তার
সারা গা শক্ত হয়ে যায়। বাইরের ঘরের জানালায় অকারণে যখন টোকা মারার শব্দ হয়,
তখন রান্নাঘরের মৃদু আলোয় তার ছায়া আরও দীর্ঘ হয়ে যায়। নিবিড় অন্ধকারেরও যেন
সীমানা ছাড়িয়ে যায়, ছায়ারাও যে সময় কানে ফুসমন্তর দেয় - যে বাড়িতে সমর্থ
পুরুষ নেই, সে বাড়ির কড়া বাতাসেও নড়ে। " ------- অবিনের গদ্য ডার্ক।
মানুষের সম্ভাব্য সকল আদিম প্রবণতা তাঁর গল্পের নিশ্চিত উপাদান। ক্ষুধা, কাম,
ঈর্ষা, জিঘাংসার মোড়কে পরিবেশিত হয় বর্তমান সময়। অবিনের প্রথম গদ্য সংকলনে
স্থান পেয়েছে এমনই ১২টা গদ্য।
বই আয়না ঘর লেখক–অবিন সেন
বইটি সংগ্রহ করতে('পেপার ব্যাক' বা ই বুক)প্রথি.কম লিঙ্কে ক্লিক করুন ➧