পলাশ জন্ম
-রত্না সোম
পরের জন্মে পলাশ হব
অতিমারীর বুক জ্বালিয়ে
সেই দু গালে রঙ মাখাব।
তার বলতে রুদ্ধ মাটি
অঞ্জলিতে হলুদ পলাশ
ঠোঁটেই রাখে শেষ কথাটি।
পরের জন্মে পলাশ ব্যথা
ঝরছে যা সব শুকনো ডালের
তাদের জন্যে নীরবতা।
পরের জন্মে পলাশ মেয়ে
থাবার নীচে রক্ত ক্ষরণ
রোজের মরণ জীবন ছেয়ে।
পরের জন্মে নওল কিশোর
শ্যাম আকাশে পলাশ রাইয়ের
জন্ম জন্ম প্রেমের বাসর।
পরের জন্মে পলাশ আবার
স্তব্ধ নদীর ঘন বুকে
ইচ্ছে ডানা ফের ভাসবার ।
গতজন্মেও পলাশ ছিলাম
হাওয়ার ফাগে অস্ত এঁকে
জন্ম ফেরার বাতাস পেলাম।
