অনুগল্প । পাপড়ি ভট্টাচার্য
লকডাউন
শুচিস্মিতা
আর বিজন।বৈশাখে ছিল বিয়ের ডেট।চৈত্রে কেনাকাটা সারা।শেষ ওরা মিট করেছিল পনেরোই মার্চ।ওদের
বিয়েতে মত ছিলনা একজনের।বিজনের পিসি।দিনরাত গজগজ।" কলাগাছের মতো লম্বা মেয়ে, হাফ
প্যান্টুলুন পড়ে।সে এসে এ সংসারে....না না।"
হঠাৎ
করোনায় পিসি চলে গেলেন।রেখে গেলেন কালঅশৌচ আর লকডাউন ।
প্রতিবেশী
নিত্য
অশান্তি ঝড়াপাতার জন্য ।পাশের বাড়ির ছাদে পাতা পড়ে জল জমছে।ডাল ছাঁটা হলো।গাছের ব্যাথা-মাধুরীরও
ব্যাথা।ওরা লুকিয়ে সুমিষ্ট ফল কুড়োয় শুধু পাতার বেলা.....
মাধুরী
চোখের জল মোছেন।
হঠাৎ
আমফান ঝড় ধেয়ে এলো।চলছে তান্ডব।ঝড়ের আঘাতে একসময় -শিকড় উপড়ে শুয়ে পড়ল ফলন্ত আম্রপালী
।