Skip to main content

Posts

পীর পুকুরের মেলা ।।অবিন সেন

  পীর পুকুরের মেলা -অবিন সেন সে প্রায় পাঁচশ বছর আগের কথা। মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত পীর, সুফী, গাজী ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন ছিলেন উদয়নারায়নপুরের সিংটি গ্রামের ভাই খাঁ পীর। ‘পীর’ শব্দটা ফারসি, তার অর্থ ইসলামী ধারায় আধ্যাত্মিক গুরু, মুসলমান সাধক ও মহাত্মা ব্যক্তি, আত্মজ্ঞানী। তবে ভাই খাঁ পীরের আসল নাম বা পরিচয় কী তা জানা যায়নি। আসলে তাঁকে নিয়ে নানা কিংবদন্তী কাহিনী প্রচলিত আছে। তার কিছু বিশ্বাসযোগ্য আবার কিছু কাহিনীকে যুক্তি তর্কের আলোয় ব্যাখ্যা করা কঠিন। ফলে, সেই সমস্ত কিংবদন্তির আড়ালে তাঁর আসল পরিচয় চাপা পড়ে গিয়েছে। প্রচলিত আছে, তাঁর খেলার সঙ্গী সাথীরা তাঁকে ‘ভাই’ বলে ডাকত। সেই ডাক থেকেই তাঁর নাম ভাই খাঁ বলে পরিচিত হয়ে গিয়েছে। সিংটি গ্রামের পশ্চিম সীমানায় ফাঁকা মাঠে রাখাল বালকেরা ভাই খাঁর খেলার সাথী ছিল। বলা যায় তিনি ছিলেন তাঁদের সর্দার। কেউ কোনও বিপদে পড়লে তিনি ভরসা দিতেন। কিংবা ঝড় বৃষ্টির মতো কোনও প্রাকৃতিক দুর্যোগে থাকতেন অবিচলিত। শান্ত মায়া-ভারা চোখে বুক চিতিয়ে তিনি সঙ্গী সাথীদের ভরসা দিতেন। এমন কী এও শোনা যায়, তাঁর অবিচলিত শান্ত চা...
Recent posts

পলাশ জন্ম ৷৷রত্না সোম

  পলাশ জন্ম  -রত্না সোম পরের জন্মে পলাশ হব অতিমারীর বুক জ্বালিয়ে সেই দু গালে রঙ মাখাব। তার বলতে রুদ্ধ মাটি অঞ্জলিতে হলুদ পলাশ ঠোঁটেই রাখে শেষ কথাটি। পরের জন্মে পলাশ ব্যথা ঝরছে যা সব শুকনো ডালের তাদের জন্যে নীরবতা। পরের জন্মে পলাশ মেয়ে থাবার নীচে রক্ত ক্ষরণ রোজের মরণ জীবন ছেয়ে। পরের জন্মে নওল কিশোর শ্যাম আকাশে পলাশ রাইয়ের জন্ম জন্ম প্রেমের বাসর। পরের জন্মে পলাশ আবার স্তব্ধ নদীর ঘন বুকে ইচ্ছে ডানা ফের ভাসবার । গতজন্মেও পলাশ ছিলাম হাওয়ার ফাগে অস্ত এঁকে জন্ম ফেরার বাতাস পেলাম।  

মন কুসুম।। কৌশিক প্রধান ।। কবিতার বই

  ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK  প্রচ্ছদ  ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧   MON KUSUM  -By Kousik Pradhan ( book published on- 2020)   মন কুসুম।। কৌশিক প্রধান ।। একটি কবিতার বই   ‘ মন কুসুম ' একটি ই-বই এবং বইটির সমস্ত লিখন সত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত। ‘কিছু অনুভুতি হয়তো পুরোপুরি কবিতা নয় ।কিন্তু অনুভুতি প্রকাশের আঙ্গিক ভিন্ন হলেও তা একান্তই যদি মনের গভীর থেকে প্রকাশ হয় তবে- হয়ত কবির সে ভালোলাগা সকলের হয়ে ওঠে ।কবিতা লেখার জগতে নব্য এক মনের চেষ্টা ।বংeZIN প্রকাশনী তাকে সম্মান করে ও সহায়াতা করে । কবিতাগুলি যদি পাঠকের ভালো লাগে তবে-এই প্রচেষ্টা সফল । ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK  প্রচ্ছদ  ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧  

বই ।। গৌরদাসের আখড়ার বোষ্টমি ।।পলাশ পোড়েল

কাব্যগ্রন্থ ।।  গৌরদাসের আখড়ার বোষ্টমি।।   পলাশ পোড়েল   ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧   কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি । পলাশ  পোড়েল বোষ্টমির প্রেম –সাধনা- আগুন রূপের-  নিত্য পুড়ে যাওয়া –কাব্য রূপে কবিতার ছন্দে ফুটে ওঠে - কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি –তে। কৃষ্ণপ্রেমের সুর বোষ্টমির হাতের একতারা হয়ে- এক নৈস্বর্গীক প্রেম চেতনার অনুরননে পাঠক হৃদয়কে তৃপ্ত করে । অনন্য অনুভুতির কবিতা- সুরে জেগে থাকার কবিতা –সাধনাকে জীবন করে বেঁচে থাকার গল্প বলে- গৌরদাসের আখড়ার বোষ্টমি   কাব্যগ্রন্থ। কবির প্রকাশ আঙ্গিকের ছন্দে-   ভালোলাগা আর ভালোবাসা - সকলের মনে অনুরণন তোলে।

কাশতলি ।। রত্না সোম

  কাশতলি ।। রত্না সোম   যেখানে মাটিতে মেঘেদের চাষ হয় হাওয়া হাতে নেয় আগামীর বীজডানা সব ক্ষতে ফোটে মায়া সাদা তোলপাড় কাশতলি তার নাম লেখে আশিয়ানা ।   শরতে সেখানে ধুলোমাখা ক্লেদ ঘাম ক্লান্ত রোদের হাতমুখ হিমে ধোয় পাহাড়ে জমাট কষ্টের রোজকথা দু মুঠোর বাঁধা দায় খোঁড়ে এ সময়।   পতাকারা আরো সুদূর শূণ্যে ওড়ে অথচ মাটির ভেতর ক্রমশ খালি বুক থেকে ছিঁড়ে স্নেহ প্রেম ঘাস স্বপ্ন খননের দেশ মেখেছে কয়লাকালি।   তবু কোথাও শীষদের ঘন আড্ডা ঘায়ে ঘায়ে লেখে অনামী ইস্তাহার সাদা পাখনার রোদজ্বলা দিন চিনে দুলে দুলে গাওয়া আকাশের অধিকার ।   গান পাতা থাকে প্রতিজ্ঞা ছুঁয়ে দূর চোখ পাতা থাকে শান্তির সেরা দেশে আড়ালের দাঁত প্রতিদিন বিষ ঢালে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া শ্রমজীবী ফুসফুসে ।   কাশতলি সেই কাশতলি এসে থামে স্ক্রিনের শরত কি বোর্ডে অ বলা বোধ ছিঁড়ে খুঁড়ে ওড়ে কবিতার সাদা পাতা লেখে বিস্তার লেখে আরোগ্য শোধ।

আকাশ কুসুম ।। অবিন সেন

  আকাশ কুসুম ।। অবিন সেন তুমি যেদিন মাঠের মতন দূর শূন্যপুর শিউলি ছাতিমে ঘন মেঘে নিচু বালিয়াড়ি— বিবাগী নৌকোর মতন ভেসে গেছো আমি তো জেনেছি সেদিন, আকাশ কুসুম কাকে বলে হারিয়ে যাওয়া, কাকে বলে নিষিদ্ধ ঘুম! পাখির শিসের দূরত্ব যদি মেখেছ সারা গায়ে, রোদে ঝরা বকুল কি মোছেনি দুঃখ— চোখের জলে? যেন কেউ ফেলে গেছে ঝিনুকের শোক, মুক্তোর অসুখ দিগন্ত ছাড়িয়ে ওই তো পায়ের ছাপ হারানো বিকেল ফেরে কি? তবুও ছুটি খুলে ধরে বিছানা চাদর—ঘুমের ইচ্ছা আর কোল বালিশ কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও চটকলে লকআউট আমি শুধু আকাশ কুসুম ভেবেছি— যেন শান্ত সাঁকো জলের শব্দে ঘুমিয়ে পড়েছি, ফেরো বললেই কি ফেরা যায়? হয়ত তোমার মেজো-মামার শহরে এখন বরফ পড়ছে— কলের পুতুল হাতে নিয়ে তুমি বসে আছো আর খুব হাসছ নিশ্চয়ই আমি শুনছি ঘুমের জানালায় ঝর্না নেমেছে প্রবল।  

কাব্যগ্রন্থ ।একতারার সুর । পলাশ পোড়েল ।বই

  কাব্যগ্রন্থ : একতারার সুর । পলাশ  পোড়েল AKTARAR SUR by PALASH POREL book published on- 2020 ।  একটি বংeZIN প্রয়াস: ‘ই-বই’ প্রকাশকাল-ইং ২০২০ সাল।   ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧     কৃষ্ণপ্রেমের অলীক সুতোয় যে সুর বেজে ওঠে কবি মনে তা যখন কাব্য রূপ নেয়- সেই মধুর মূর্ছনা, আছন্ন করে পাঠককে ।কবি পলাশ  পোড়েলের কবিতা শুধু আছন্নই করে না, বরং কৃষ্ণপ্রেমের সুর বোষ্টমির হাতের একতারা হয়ে- এক নৈস্বর্গীক প্রেম চেতনার অনুরননে পাঠক হৃদয়কে তৃপ্ত করে । অনুভুতির কবিতা- সুরে জেগে থাকার কবিতা –‘একতারার সুর’ কাব্যগ্রন্থ।প্রকাশ আঙ্গিকের ছন্দে- কবির  ভালোলাগা সকলের হয়ে ওঠে। কবিতা লেখার জগতে নব্য এক মননের চেষ্টা-একতারার সুর কাব্যগ্রন্থ- টি ।বংeZIN প্রকাশনী তাকে সম্মান করে । কবিতাগুলি যদি পাঠকের ভালো লাগে তবে-এই প্রচেষ্টা সফল । -        প্রকাশক  [বংeZIN প্রকাশনী]