আকাশ কুসুম ।। অবিন সেন
তুমি যেদিন মাঠের মতন দূর শূন্যপুর
শিউলি ছাতিমে ঘন মেঘে নিচু বালিয়াড়ি—
বিবাগী নৌকোর মতন ভেসে গেছো
আমি তো জেনেছি সেদিন, আকাশ কুসুম
কাকে বলে হারিয়ে যাওয়া, কাকে বলে নিষিদ্ধ ঘুম!
পাখির শিসের দূরত্ব যদি মেখেছ সারা গায়ে, রোদে
ঝরা বকুল কি মোছেনি দুঃখ— চোখের জলে?
যেন কেউ ফেলে গেছে ঝিনুকের শোক, মুক্তোর অসুখ
দিগন্ত ছাড়িয়ে ওই তো পায়ের ছাপ
হারানো বিকেল
ফেরে কি?
তবুও ছুটি খুলে ধরে বিছানা চাদর—ঘুমের ইচ্ছা
আর কোল বালিশ
কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও চটকলে লকআউট
আমি শুধু আকাশ কুসুম ভেবেছি— যেন শান্ত সাঁকো
জলের শব্দে ঘুমিয়ে পড়েছি,
ফেরো বললেই কি ফেরা যায়?
হয়ত তোমার মেজো-মামার শহরে এখন বরফ পড়ছে—
কলের পুতুল হাতে নিয়ে তুমি বসে আছো
আর খুব হাসছ নিশ্চয়ই
আমি শুনছি ঘুমের জানালায় ঝর্না নেমেছে প্রবল।