কাশতলি ।। রত্না সোম
যেখানে মাটিতে মেঘেদের চাষ
হয়
হাওয়া হাতে নেয় আগামীর বীজডানা
সব ক্ষতে ফোটে মায়া সাদা তোলপাড়
কাশতলি তার নাম লেখে আশিয়ানা
।
শরতে সেখানে ধুলোমাখা ক্লেদ
ঘাম
ক্লান্ত রোদের হাতমুখ হিমে
ধোয়
পাহাড়ে জমাট কষ্টের রোজকথা
দু মুঠোর বাঁধা দায় খোঁড়ে
এ সময়।
পতাকারা আরো সুদূর শূণ্যে
ওড়ে
অথচ মাটির ভেতর ক্রমশ খালি
বুক থেকে ছিঁড়ে স্নেহ প্রেম
ঘাস স্বপ্ন
খননের দেশ মেখেছে কয়লাকালি।
তবু কোথাও শীষদের ঘন আড্ডা
ঘায়ে ঘায়ে লেখে অনামী ইস্তাহার
সাদা পাখনার রোদজ্বলা দিন
চিনে
দুলে দুলে গাওয়া আকাশের অধিকার
।
গান পাতা থাকে প্রতিজ্ঞা ছুঁয়ে
দূর
চোখ পাতা থাকে শান্তির সেরা
দেশে
আড়ালের দাঁত প্রতিদিন বিষ
ঢালে
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া শ্রমজীবী
ফুসফুসে ।
কাশতলি সেই কাশতলি এসে থামে
স্ক্রিনের শরত কি বোর্ডে অ
বলা বোধ
ছিঁড়ে খুঁড়ে ওড়ে কবিতার সাদা
পাতা
লেখে বিস্তার লেখে আরোগ্য
শোধ।