কবিতাঃ স্পর্শহীন অপেক্ষা৷৷-দীপ্তেন্দু প্রকাশ ধাড়া
আমার সেই নীল আকাশ
তেমনি আছে, ঠিক আগের মতই
সে আকাশের বুকে আজও ওড়ে
সেই চিল টা, সেই স্বপ্ন গুলো
দূর, দূর, আরো দূর
যেন ছুঁতে চায় দিগন্ত —
ছুঁতে চায় গোধূলির রঙ, অস্তরাগ।
আর আমার সেই চেনা প্রকৃতি,
যার গন্ধ মেখেছি সারা শরীরে—
উদ্বেল হয়েছে মন,
স্বভাবগত ঋতু বদলে।
এই তো সেদিন শিমুল পলাশ রাঙালো শহর,
ঝরা ফুলে ট্রামলাইন, পাহাড়ের কোল।
আরো একদিন বিকাল জুড়ে
ঘন কালো মেঘ, ঠান্ডা দমকা হাওয়া
সেই প্রকৃতি, সেই ভালোলাগা সবুজ।
তবুও বদলেছে জীবন,
বেঁচে থাকা, জীবিকার সংজ্ঞা,
বদলেছে ভালোলাগা, ভালোবাসার ভাষা
স্পর্শ নয়, দূরত্বই ভালো থাকা।
বেজে ওঠা মুঠো ফোনে নির্ধারিত শব্দ—
‘ভালো থেকো, সাবধানে থেকো’,
অপেক্ষায় থাকবো হেমন্তের, সোনালি ধানের।