Skip to main content

পার্থিব স্পর্শ ৷৷মানস দাস



পার্থিব স্পর্শ ৷৷ মানস দাস

আবেগের আশ্চর্যজনক অনুভূতিগুলি
আমি জানি এবং আমি বলতে সাহস করবো
একাকী আমার অজানা কে!
বিবৃতি দেবো কানে কানে গোপনে।
চাঁদে আমি আমার চোখ ঠিক রেখেছিলাম
প্রশান্ত ও প্রশস্ত অম্বরে দ্রুত তোমার বিচরণ।
তোমার প্রিয় পথ আমার চোখ এড়িয়ে যায়নি।
অপরিকল্পিত বাস ছিল ঝরনার পাশে।
যার প্রশংসা করার কেউ ছিল না,
ভালোবাসার লোকও খুব কম।
অগুনতি অচেনাদের মধ্যে ভ্রমণ করেছ
সেগুলি অতীত কিন্তু স্মৃতিপটে!
এখনও ম্লান হয়ে যায়নি।
তপ্ত রোদে তৃষ্ণার্ত পথিকের সঙ্গে জলের
নিগূঢ় সম্পর্কের মতোই নিবিড় যোগ।
স্বপ্নের আবেশে এখনও স্পষ্ট আওয়াজে
অজানার ডাকে সাড়া দিতে হয়!
এখন, আমি জানি তোমার খুব আক্ষেপ হয়।
একটিও সুন্দর ফুল পৃথিবীতে বপন করা হয়নি!
একটিও ফল পরিপূর্ণতা লাভ করেনি!
কোনো সংযত ভাবধারা গড়ে ওঠে নি!
তাই আমার প্রার্থনা......
নতুন ভাবে সাজিয়ে নিও, নতুন অনুধাবন কর।
পৃথিবী এবং স্বর্গের তত্ত্বাবধানের
নতুন শক্তি অনুভব করো।
যা হবে সুন্দর, শান্ত এবং সংযত।
যে শক্তিতে ভাসমান মেঘ তার তার রাষ্ট্রকে
ধার দেওয়ার পরও ধরিত্রীর
বাঁক দেখতে ব্যর্থ হবে না।
মধ্য নিশিতে তারাগুলি একে অন্যের প্রিয় হবে
প্রতিদ্বন্দ্বীরা তাদের নাচের ঝংকার তুলবে!
যেখানে ফুল হবে সুন্দর
ফল পাবে পরিপূর্ণতা।
তোমার আত্মার উপস্থিতি
শীলমোহর দেবে নির্ভয়ের!
আমিত্ব ভগ্নাংশে পরিনত হবে!
যা হবে পার্থিব স্পর্শের বড় সুখ !


Popular posts from this blog

কাব্যগ্রন্থ ।একতারার সুর । পলাশ পোড়েল ।বই

  কাব্যগ্রন্থ : একতারার সুর । পলাশ  পোড়েল AKTARAR SUR by PALASH POREL book published on- 2020 ।  একটি বংeZIN প্রয়াস: ‘ই-বই’ প্রকাশকাল-ইং ২০২০ সাল।   ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧     কৃষ্ণপ্রেমের অলীক সুতোয় যে সুর বেজে ওঠে কবি মনে তা যখন কাব্য রূপ নেয়- সেই মধুর মূর্ছনা, আছন্ন করে পাঠককে ।কবি পলাশ  পোড়েলের কবিতা শুধু আছন্নই করে না, বরং কৃষ্ণপ্রেমের সুর বোষ্টমির হাতের একতারা হয়ে- এক নৈস্বর্গীক প্রেম চেতনার অনুরননে পাঠক হৃদয়কে তৃপ্ত করে । অনুভুতির কবিতা- সুরে জেগে থাকার কবিতা –‘একতারার সুর’ কাব্যগ্রন্থ।প্রকাশ আঙ্গিকের ছন্দে- কবির  ভালোলাগা সকলের হয়ে ওঠে। কবিতা লেখার জগতে নব্য এক মননের চেষ্টা-একতারার সুর কাব্যগ্রন্থ- টি ।বংeZIN প্রকাশনী তাকে সম্মান করে । কবিতাগুলি যদি পাঠকের ভালো লাগে তবে-এই প্রচেষ্টা সফল । -        প্রকাশক  [বংeZIN প্রকাশনী]  

বই ।। গৌরদাসের আখড়ার বোষ্টমি ।।পলাশ পোড়েল

কাব্যগ্রন্থ ।।  গৌরদাসের আখড়ার বোষ্টমি।।   পলাশ পোড়েল   ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧   কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি । পলাশ  পোড়েল বোষ্টমির প্রেম –সাধনা- আগুন রূপের-  নিত্য পুড়ে যাওয়া –কাব্য রূপে কবিতার ছন্দে ফুটে ওঠে - কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি –তে। কৃষ্ণপ্রেমের সুর বোষ্টমির হাতের একতারা হয়ে- এক নৈস্বর্গীক প্রেম চেতনার অনুরননে পাঠক হৃদয়কে তৃপ্ত করে । অনন্য অনুভুতির কবিতা- সুরে জেগে থাকার কবিতা –সাধনাকে জীবন করে বেঁচে থাকার গল্প বলে- গৌরদাসের আখড়ার বোষ্টমি   কাব্যগ্রন্থ। কবির প্রকাশ আঙ্গিকের ছন্দে-   ভালোলাগা আর ভালোবাসা - সকলের মনে অনুরণন তোলে।

রোদজাতক-৬ ৷ রত্না সোম

রোদজাতক-৬ ৷৷ রত্না সোম রোদজাতক-৬  স্পষ্ট বললে - আরও কতগুলো যুদ্ধজাহাজ ঢেউয়ের দিকে অস্ত্র তাক করে বসে থাকত। স্পষ্ট করে বললে -  পারমাণবিক গবেষণাগারে বন্দি বিজ্ঞানের পিঠে চাবুক কষিয়ে আদায় করে নেওয়া হত আরও মারাত্মক কোন বিস্ফোরণ । স্পষ্ট কথা বললে - সীমান্তে কাঁটাতারের মুখ রক্ত দিয়ে লাল রঙ করে নেওয়া হত বিপদ সংকেত । স্পষ্ট ভাষায় বললে -  সব আকাশের ডানা ছেঁটে দিয়ে খাঁচায় পোষ মানানোর টুকরো কবিতা লিখতে বাধ্য করা হত। স্পষ্ট অক্ষরে বিঁধলে - সমস্ত পাঠশালাদের দু চোখে বেঁধে দেওয়া হত অন্ধত্বের নাম নিশানা । স্পষ্ট সুরে গাইলে - সব গানের টুঁটি চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টায় ভালরকম বুঝিয়ে দেওয়া হত আর্তনাদ কাকে বলে । স্পষ্ট হাতের লেখায় লিখলে -  সব কাগজ কালি কলমের বিরুদ্ধে বিশেষ আদালত বসানো হত -  স্পষ্ট প্রোগ্রামিং ঘেঁটে ঘ করে কম্পিউটারকে যে কোন সময় নির্বোধ বানিয়ে দেওয়াকে মানবিক অধিকারের তকমা পরানো হত। স্পষ্ট শ্লোগানকে বিনা বিচারে কয়েদ করে রাখার জন্য আনা হত নতুন আইনের হা হা হা হা - তাই ঘুমের মধ্যে স্বপ্নের মত কুয়াশার সবকিছু অ...