Skip to main content

কবি নিমাই জানা ৷আমার প্রিয় পাঁজর


আমার প্রিয় পাঁজর ।।নিমাই জানা


[১]

আত্মযোগের কোন কাঁটাতার নেই
ক্ষত করতে পারেনা কোন অসুস্থতাকে
শিমুল ফুলের জন্ম নিয়ে রাস্তা ধরে কেউ হাঁটছে  
বাজ পড়া মেয়েকে বুকে নিয়ে ফিরে যাওয়া নিজের গ্ৰাম ঘরে ।
নদীর পাড়ে অসম্ভব হাওয়া দিলে কেউ ফিরে আসে না  
আমি তাহলে নিজের ভেতর অস্তিত্ব খুঁজতে গভীর রাত কে বেছে নিয়েছি  
ছেঁড়া ছেঁড়া মেঘ নিয়ে ধরতে চাইছি অজানা ফসলকে ।
মেসোপটেমিয়া থেকে অনেকগুলো গ্রীষ্মকালের সাদা ক্যানভাস পাওয়া,
সূর্য ডুবে যাওয়ার পর লাল রং ঢেলে দিচ্ছে কোন বিষাক্ত পুরুষের ভেতর ।
পশ্চিমাকাশে ভোরের তারা অনেক দেরি আছে ,
ভিতরের রক্ত থেকে বেছে  বের করছো প্রাণহীন কণিকা।
তাকে নিয়ে জানালা  তৈরি করা যায়
আমার চৌকাট তিনঘরা দেশলাই কাঠির সুস্থতা কতক গুলো প্রদীপ পুড়িয়ে গেছে গন্ধ ছড়াতে ।
শুধু পটাশ গাছের মাথায় ফুলেরা রেষারেষি করে দাম্পত্য মিলে রাখে ভেজা দড়িতে…..



[২]

ভেজা কাপড় গায়ে  দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে কৃষ্ণেন্দু
কপালে উড়ে এসে বসে প্রজাপতির রেণু
কৃষ্ণ তোর ঠোঁটেই মানায়  আগুন খাওয়ার শখ,
শুয়ে আছে ভেজা রঙিন কার্ড ,দেয়াল ফুল গাছ প্রতিটি প্রলয় রাতেই ঘটে গেছে আমার ভেতর,
মহাপ্রলয়ের কালো রেখা আমার ঘাড়ে আমাদের কাছে কোনো বন্ধু নেই ।
আমি আর বন্ধুকে বিশ্বাস করছি না ।
নিজের শরীর সোজা হয়ে থাকে পাতাহীন বাঁশ গাছে ।
বন্ধুত্ব দেখো জোনাকি, এরা মৃত্যু জানেনা বলে একটা ঝড় বয়ে গেছে এই কদিন আগে ।
টর্চের আলো ফেলি পায়ের তলায় ,
ভেজা পালক ছড়িয়ে আছে বারান্দায়,
ভেজা কাপড় জানে ইটের পাঁজরের সাথে কিরকম আন্তরিকতা বেড়ে যায় দিন দিন--
আমাদের কাছে আর কোন বন্দুক জাতীয় আগ্নেয়াস্ত্র নেই….


নিমাই জানা
রুইনানঃ সবং-পশ্চিম মেদিনীপুর-৭২১১৪৪




Popular posts from this blog

কাব্যগ্রন্থ ।একতারার সুর । পলাশ পোড়েল ।বই

  কাব্যগ্রন্থ : একতারার সুর । পলাশ  পোড়েল AKTARAR SUR by PALASH POREL book published on- 2020 ।  একটি বংeZIN প্রয়াস: ‘ই-বই’ প্রকাশকাল-ইং ২০২০ সাল।   ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧     কৃষ্ণপ্রেমের অলীক সুতোয় যে সুর বেজে ওঠে কবি মনে তা যখন কাব্য রূপ নেয়- সেই মধুর মূর্ছনা, আছন্ন করে পাঠককে ।কবি পলাশ  পোড়েলের কবিতা শুধু আছন্নই করে না, বরং কৃষ্ণপ্রেমের সুর বোষ্টমির হাতের একতারা হয়ে- এক নৈস্বর্গীক প্রেম চেতনার অনুরননে পাঠক হৃদয়কে তৃপ্ত করে । অনুভুতির কবিতা- সুরে জেগে থাকার কবিতা –‘একতারার সুর’ কাব্যগ্রন্থ।প্রকাশ আঙ্গিকের ছন্দে- কবির  ভালোলাগা সকলের হয়ে ওঠে। কবিতা লেখার জগতে নব্য এক মননের চেষ্টা-একতারার সুর কাব্যগ্রন্থ- টি ।বংeZIN প্রকাশনী তাকে সম্মান করে । কবিতাগুলি যদি পাঠকের ভালো লাগে তবে-এই প্রচেষ্টা সফল । -        প্রকাশক  [বংeZIN প্রকাশনী]  

বই ।। গৌরদাসের আখড়ার বোষ্টমি ।।পলাশ পোড়েল

কাব্যগ্রন্থ ।।  গৌরদাসের আখড়ার বোষ্টমি।।   পলাশ পোড়েল   ই-বই PDF file ডাউনলোড করার জন্য বংeZIN e-BOOK ছবি লিঙ্কে ক্লিক করুন  ➧   কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি । পলাশ  পোড়েল বোষ্টমির প্রেম –সাধনা- আগুন রূপের-  নিত্য পুড়ে যাওয়া –কাব্য রূপে কবিতার ছন্দে ফুটে ওঠে - কাব্যগ্রন্থ : গৌরদাসের আখড়ার বোষ্টমি –তে। কৃষ্ণপ্রেমের সুর বোষ্টমির হাতের একতারা হয়ে- এক নৈস্বর্গীক প্রেম চেতনার অনুরননে পাঠক হৃদয়কে তৃপ্ত করে । অনন্য অনুভুতির কবিতা- সুরে জেগে থাকার কবিতা –সাধনাকে জীবন করে বেঁচে থাকার গল্প বলে- গৌরদাসের আখড়ার বোষ্টমি   কাব্যগ্রন্থ। কবির প্রকাশ আঙ্গিকের ছন্দে-   ভালোলাগা আর ভালোবাসা - সকলের মনে অনুরণন তোলে।

রোদজাতক-৬ ৷ রত্না সোম

রোদজাতক-৬ ৷৷ রত্না সোম রোদজাতক-৬  স্পষ্ট বললে - আরও কতগুলো যুদ্ধজাহাজ ঢেউয়ের দিকে অস্ত্র তাক করে বসে থাকত। স্পষ্ট করে বললে -  পারমাণবিক গবেষণাগারে বন্দি বিজ্ঞানের পিঠে চাবুক কষিয়ে আদায় করে নেওয়া হত আরও মারাত্মক কোন বিস্ফোরণ । স্পষ্ট কথা বললে - সীমান্তে কাঁটাতারের মুখ রক্ত দিয়ে লাল রঙ করে নেওয়া হত বিপদ সংকেত । স্পষ্ট ভাষায় বললে -  সব আকাশের ডানা ছেঁটে দিয়ে খাঁচায় পোষ মানানোর টুকরো কবিতা লিখতে বাধ্য করা হত। স্পষ্ট অক্ষরে বিঁধলে - সমস্ত পাঠশালাদের দু চোখে বেঁধে দেওয়া হত অন্ধত্বের নাম নিশানা । স্পষ্ট সুরে গাইলে - সব গানের টুঁটি চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টায় ভালরকম বুঝিয়ে দেওয়া হত আর্তনাদ কাকে বলে । স্পষ্ট হাতের লেখায় লিখলে -  সব কাগজ কালি কলমের বিরুদ্ধে বিশেষ আদালত বসানো হত -  স্পষ্ট প্রোগ্রামিং ঘেঁটে ঘ করে কম্পিউটারকে যে কোন সময় নির্বোধ বানিয়ে দেওয়াকে মানবিক অধিকারের তকমা পরানো হত। স্পষ্ট শ্লোগানকে বিনা বিচারে কয়েদ করে রাখার জন্য আনা হত নতুন আইনের হা হা হা হা - তাই ঘুমের মধ্যে স্বপ্নের মত কুয়াশার সবকিছু অ...