![]() |
সৌরাংশু পান্ডা’ র- কাপলেট
১
প্লিজ কাজল রেখা টানিস না,
চোখ দুটি তোর নদী
যার বিপদসীমা লঙ্ঘনে, আমি বানভাসি হই যদি !
২
অভাবের বাণী স্পষ্ট বলেই বন্ধু
চিনলো লোকে
মেঘলা চেনা যায়না প্রিয়, সানগ্লাস পরা চোখে।
৩
অর্থ আগুন কাড়ছে ফাগুন, জীবন
ব্যস্তময়
শ্বাস-প্রশ্বাস চলছে মানেই বেঁচে থাকা নয় !
৪
হয়তো যত প্রবঞ্চক, পুড়িয়ে
যাবে সব প্যাশন
আমিও যদি ফুরিয়ে যাই, তোমরা ভাববে ডিপ্রেশন।
