বোষ্টুমী
চল ভাসি দুজনায়
- পলাশ পোড়েল
- পলাশ পোড়েল
কালাকে ভেবে একলা দুপুর-নুপূর নিবিড় কল্পনা।
থইথই ভরা নদী আর কদমতলায়-প্রাণের সুজন
বোষ্টুমী চল ভাসি একসাথে থাকে –যদি মুগ্ধমন।
খঞ্জনি বাজে মহোৎসবে-কুঞ্জ সাজাও প্রাঙ্গণে
সাধনা আর কামনা ছিল-যুবতী দেহ অঙ্গনে ।
চলা ছিল চলার ছন্দে-আঁধার ভরা দেহ নদী
আখড়ায় দু'জনে -কৃষ্ণসুখে ভেসে যাই নিরবধি।
