অভিযোজন ।।
বাড়ছে
প্রতিকূলতা
বিরূপ প্রকৃতি, পরিবেশ
শক্ত কাঠির ছোঁয়া —
কুঁকড়ে যাচ্ছে কেন্নো।
লবন মাত্রার তারতম্য
তৎপরতার সাথে
গুঁটিয়ে নিচ্ছে শামুক
ক্যালসিয়াম খোলসের খাঁজে।
নির্লজ্জ হাতের স্পর্শ
দোলাচল উদ্ভিদের পাতায়—
পাতা অবনত
লজ্জাশীল লজ্জাবতী।
মানিয়ে নিয়েছে পক্ষী কুলও
আধুনিকতা, শহুরেপনায়—
ডাল, পাতা ছেড়ে
ধাতব তার ঠোঁটে ভোরের কাক।
একটু খোলস ছেড়ে,
কিছুটা মাথা তুলে,
প্রতিকূলতার প্রতিকূলে
বেঁচে থাক —
কুঁকড়ে না যাওয়া কিছু সত্যি।